গিট্ বাংলা টিউটোরিয়াল : গিট্ হলো ভার্সন কন্ট্রোল সিস্টেম।


গিট্ স্টেপ বাই স্টেপ : প্রথমে গিট্ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এবার যে ফোল্ডার এ কাজ করবো সেই ফোল্ডার এ গিয়ে রাইট বাটন ক্লিক করে গিট্ bash here ক্লিক করলে টার্মিনাল ওপেন হবে এবার নিচের মতো করে কাজ করতে হবে.
১. গিট্ কনফিগার করা : প্রথমে গিট্ কনফিগার করতে হবে।
git config –global user.name “olee “
git config –global user.email “olee @gmail.com”
২. লোকাল রিপোজিটরি খোলার জন্য :
git init Demo
এখানে demo হলো রিপোজিটরি নাম
৩. গিট্ ক্লোন করতে : git clone URL
৪. গিট্ অ্যাড এর মাদ্ধমে untrack ফাইল স্ট্র্যাজিং এরিয়া তে নিয়ে যাওয়া : git add Filename অথবা সব ফাইল স্ট্র্যাজিং এরিয়া তে নিয়ে যাওয়ার জন্য git add*
৫. কোনো ভার্সন কমিট এর মাদ্ধমে সেভ করা : git commit -m ” Commit Message”
৬. গিট্ এর স্টেটাস জানার জন্য :git status
৭. লোকাল রিপোজিটরি হতে রিমোট রিপোজিটরি তে ফাইল পুশ বা আপলোড করা : git push origin master এটার মাদ্ধমে মাস্টার ব্রাঞ্চ এ যা চেঞ্জ দরকার তা সেন্ড করবে এই কম্যান্ড এন্টার করলে। একটি উইন্ডো ওপেন হবে যা গিটহাব এর একাউন্ট এর ইমেইল দিতে বলবে এবং পরের উইন্ডো তে পাসওয়ার্ড দিতে বলবে।
৮. সমস্ত ব্রাঞ্চ পুশ করা : git push –all
। সার্ভার হবে ডাটা পুল করে রেসিভড করা : git pull URL
১০ .গিট্ এর ব্রাঞ্চ দেখা : git branch 
১১ গিট্ এর ব্রাঞ্চ যৌন বা marge করা :  git merge BranchName  
১২ গিট্ এর লগ দেখা : git log 

For Details Bangla Tutorial link