
DDOS & DOS ATTACK কি
Dos হলো একধরণের কৌশল যা একটি ওয়েবসার্ভার কে প্রচুর পরিমান রিকোয়েস্ট এর মাধ্যমে স্লো করে ফেলে যার কারণে ওয়েবসার্ভার ক্র্যাশ হয়। যখন একটি সার্ভার অনেক রিকোয়েস্ট গ্রহণে সক্ষমতা থাকে অর্থাৎ সার্ভারটি অনেক শক্তিশালী তখন একটি কম্পিউটার বা মেশিন দ্বারা সার্ভার স্লো করা যায়না তখন অনেকগুলো কম্পিউটার দ্বারা এটাক করা হয় যাকে DDOS এটাক বলে।
এ অধ্যায়ে আমরা কালী লিনাক্স এর মাধ্যমে DDOS বা DOS এটাক প্রাকটিস করবো। অনেকগুলো টুল দ্বারা DDOS বা DOS এটাক করা যায়।
- Nemesy
- RUDY
- GolodenEye
- UDP flood
- PyLoris
- HULK
- ToR’s Hammer
- xerxess
- LOIC
- HOIC
- MetaSploit
অনেক ধরণের DOS বা DDOS এটাক হয়
- Distributed volume based DOS attack
- Degradation of service attacks
- Application-layer floods
- DDOS extortion
- HTTP POST DOS Attack
- Internet control message protocol (ICPM) flood
- R U Dead-Yet (RUDY)
- Nuke
- Peer-to Peer attacks
- Permanent denial-of-service attacks
- Reflected/spoofed attack
- shrew attack
- (S)SYN Attack
- Teardeop attacks
- Telephony denial-of-service (TDOS)
এঅধ্যায়ে আমরা Slowloris টুল ব্যবহার করে DDOS এটাক প্রাকটিস করবো।
প্রথমে টার্মিনাল ওপেন করে সফটওয়্যার টি ইনস্টল করার জন্য নিচের পদ্ধতি অবলম্বন করতে হবে।
ক্লোন করুন গিট্ থেকে
git clone https://github.com/gkbrk/slowloris
স্লোওরিস ফোল্ডার এ যান
cd slowloris
এবার নিচের কমান্ড এপলাই করুন
./slowloris.py 127.0.0.1 -s 500