জাভা স্ট্রিং

স্ট্রিং ডিফাইন করার জন্য নিচের পদ্ধতি অনুসরন কর । স্ট্রিং হল অক্ষর এর এরে ।

String name = "Olee Ahmmed";
String lastname = new String("Ashik");

প্রথমে স্ট্রিং ভেরিয়েবল তারপরে একটা ডট দিলে টেক্সট ide স্ট্রিং ক্লাস থেকে অনেকগুলো ফাংশন সাজেশন করবে আমরা আমাদের প্রয়োজন মত ফাংশন নিয়ে কাজ করতে পারব ।

// প্রথমে স্ট্রিং ভেরিয়েবল তারপরে একটা ডট দিলে টেক্সট ide স্ট্রিং ক্লাস থেকে অনেকগুলো ফাংশন সাজেশন করবে আমরা আমাদের প্রয়োজন মত ফাংশন নিয়ে কাজ করতে পারব ।
name.charAt(0); // এটা ০ বা প্রথম অক্ষর কে আউটপুট দেবে । 

name.equals("olee");// এটা name ভেরিয়েবল এর মধ্যে ভালু টি চেক করে সত্য মিথ্যা উত্তর প্রদান করে । বেশিরভাগ সময় ভেরিয়েবেল এর মান চেক করতে এবং দুইটা ভেরিয়েবেল এর মধ্যে পার্থক্য জানতে এই ফাংশন ব্যাবহার করা হয় ।

Published by

Unknown's avatar

Nusrat Faria

I Am A Web Developer And A Android Developer. This Is My Personal Blog So Noted My Work For Helping People .

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.