Image Resize
প্রথমে ইমেজ ওপেন করে ইমেজ সিলেক্ট করে উপরে ইমেজ মেনু হতে image size ক্লিক করে width এবং height ডিফাইন করে ওকে করলে ডিফল্ট ভাবে height/weight অনুযায়ী ইমেজ resize হবে। resize করার সময় width দিলে height অটো নিয়ে নেয় বা হাইট দিলে width অটো নিয়ে নেয় কিন্তু আমরা চাচ্ছি আমাদের কাস্টম সাইজ অনুযায়ী ইমেজ RESIZE হবে তাহলে নিচে constrain proportion টিক মার্ক তুলে দিয়ে ইমেজ resize করতে হবে.
সিলেক্ট করা এরিয়া কালার করা
এরিয়া সিলেক্ট টুল দ্বারা সিলেক্ট করার পর CTRL+BACKSAPCE চাপলে Background Color এবং ALT + BACKSAPCE চাপলে Foreground Color দ্বারা কালার ফিল পূর্ণ হবে.ফটোশপ এ ফোরগ্রাউন্ড ও ব্যাকগ্রাউন্ড কালার নির্বাচন করে paint টুল দ্বারা সিলেক্ট করলে সিলেক্ট করা অংশ কালার দ্বারা পরিপূর্ন হবে।
ছবির হেয়ার যুক্ত ব্যাকগ্রাউন্ড রিমুভ।
প্রথমে ছবির প্রয়োজনীয় জায়গা কুইক সিলেক্টশন টুল দ্বারা সিলেক্ট নতুন লেয়ার এ নিয়ে করলে টুলবারে refine edge সিলেক্ট করলে একটি বাক্স ওপেন হবে বাক্স হতে view mode হতে ভিউ করার জন্য যেকোনো একটা কালার সিলেক্ট কর যেমন সাদা। এবার edge detection হতে smart redius টিক দিয়ে যে চুল গুলো ভালো ভাবে সিলেক্ট করা যায়নি তা ড্র্যাগ করে দেখিয়ে দিয়ে অন্যান্য সেটিং চেঞ্জ করে ওকে করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে লেয়ার মাস্ক আকারে নতুন লেয়ার প্রদান করবে।
মাত্র ৫ সেকেন্ড এ ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ অনলাইন
প্রথমে https://www.remove.bg/ এই ওয়েবসাইট এ গিয়ে কম্পিউটার বা মোবাইল হতে ফটো আপলোড করে (অথবা কোনো লিংক হতে ফটো দিয়ে যাবে ) স্টার্ট বাটন এ ক্লিক করলে ৫ কিছুক্ষন এর মধ্যে ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ ডাউনলোড করার অপশন দেবে এবং তা ডাউনলোড করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো পাওয়া যাবে।
ছবির ব্যাকগ্রাউন্ড blur বা ঘোলাটে করা
প্রথমে ছবি সিলেক্ট করার পর (quick সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে ctrl+enter ) অপসন মেনু হতে filter ->blur ->gursear blur তবে প্রয়োজন অনুযায়ী blur কম বেশি করে ওকে করলে ব্যাকগ্রাউন্ড blur হবে.
পোর্টেবল ফটোশপ বা অথবা ইনস্টল করা ফটোশপ এ প্লাগিন ইনস্টল করার নিয়ম।
ফটোশপ প্লাগিন বা ফিল্টার সমূহ এক্সট্র্যাক্ট বা ইনস্টল করার সময় ইনস্টল লোকেশন হিসাবে ফটোশপ এর ইনস্টল লোকেশন এর Required\Plug-Ins\ফোল্ডার এ প্লাগিন এক্সট্র্যাক্ট বা ইনস্টল করতে হবে।